Bangladeshi Hilsa Diplomacy: পুজোয় কলকাতায় আসছে ১২ লক্ষ কেজি ইলিশ!

Sep 11, 2025

পুজো মানেই খাওয়া-দাওয়া আর আড্ডা। আর পুজোয় বাঙালির প্লেটে ইলিশ না এলে যেন উৎসবই অসম্পূর্ণ! রাজনৈতিক অস্থিরতা আর আমদানি-রফতানি সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও এ বছর পদ্মার রুপোলি শস্য পাড়ি দিচ্ছে কলকাতার পথে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনূস সরকার ঘোষণা করেছে, আসন্ন দুর্গাপুজোয় ভারতে রফতানি হবে প্রায় ১,২০০ টন (মানে প্রায় ১২ লক্ষ কেজি) ইলিশ। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, যারা ভারতে ইলিশ রফতানি করতে চান, তাঁদের ১১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। এর জন্য প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, ইআরসি, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স এবং বিক্রয় চুক্তিপত্র। রফতানির দাম নির্ধারিত হয়েছে প্রতি কেজি ১২ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১,০৫৫ টাকা)। গত বছর দুর্গাপুজোয় বাংলাদেশ প্রথমে ৩,০০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল। পরে সিদ্ধান্ত বদলে গিয়ে সেই সংখ্যা দাঁড়ায় ২,৪২০ টনে। এবার অনুমতি মিলল তারও অর্ধেক, মাত্র ১,২০০ টন। শর্তও আগের মতোই কড়া। অনুমোদিত পরিমাণের বাইরে রফতানি নয়, অনুমতি হস্তান্তর নয় এবং অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ রফতানি করতে পারবে না। প্রয়োজনে সরকার যে কোনও সময় এই অনুমতি বাতিল করতে পারে। ইলিশ শুধু মাছ নয়, আবেগ। বিশেষ করে দুর্গাপুজোর সময় কলকাতা ও বাংলার অন্যান্য প্রান্তে ইলিশের চাহিদা আকাশছোঁয়া হয়। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেও বাংলাদেশ থেকে ইলিশ আসা একরকম “ইলিশ কূটনীতি” বলেই অনেকে মনে করছেন। এবার অর্ধেক পরিমাণ রফতানি অনুমোদন পেলেও, বাজারে ইলিশ ঢুকলেই তার দাম ও প্রাপ্যতা নিয়ে নতুন করে হইচই শুরু হবে কলকাতা-সহ গোটা বাংলায়। দু’দেশের সীমান্ত টপকে এই রুপোলি শস্য আবারও মিলিয়ে দেবে রাজনৈতিক ফারাক। কলকাতার মাছ বাজারে ইলিশ ঢোকার পর তার দাম কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়।